উইন্ডোজ এক্সপিতে ড্রাইভের নাম পরিবর্তন


কম্পিউটারের হার্ডডিস্কের প্রতিটি পার্টিশনের আলাদা ড্রাইভ লেটার করা থাকে (যেমন-C:, D:, E:, F:,  ইত্যাদি) । ব্যবহারকারীরা ইচ্ছে করলেই ড্রাইভ লেটার পরিবর্তন করে নিতে পারেন। 
এ জন্য প্রথমে Start\Settings\Control Panel\Administrative Tools খুলুন। এরপর Computer Management- এ ডাবল ক্লিক করে Disk Management-এ ক্লিক করে যে ড্রাইভটির ড্রাইভ লেটার পরিবর্তন করতে চান , সেটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Change Drive Letter and Paths নির্বাচন করুন। পরবর্তী সময়ে Change বাটনে  ক্লিক করে Assign the following drive letter ড্রপ-ডাউন লিষ্ট বক্স থেকে যেকোনো একটি ড্রাইভ লেটার নির্বাচন করে Ok  করুন পরবর্তী সময়ে ড্রাইভ লেটার পরিবর্তন করার বিষয়টি কনফার্ম করার জন্য Yes বাটনে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন